জগন্নাথপুর প্রতিনিধি
জুন ৩০, ২০২১
০৬:৪৮ অপরাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২১
০৬:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজান মিয়া (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের নিয়ামত আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মিলাদ হোসেন জানান, বাড়ির বৈদ্যুতিক তার বিদ্যুৎতের প্রধান খুঁটিতে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মিজান। আহত অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফন করা হয়েছে।
এ এ/বি এন-০১