জগন্নাথপুরে করোনায় একদিনে ১০ জন শনাক্ত

জগন্নাথপুর প্রতিনিধি


জুন ৩০, ২০২১
০৭:৪১ অপরাহ্ন


আপডেট : জুন ৩০, ২০২১
০৭:৪১ অপরাহ্ন



জগন্নাথপুরে করোনায় একদিনে ১০ জন শনাক্ত

সুনামগঞ্জের জগন্নাথপুরে আরো ১০ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ৬ জন, পাটলী ইউনিয়নে ১ জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ২ জন ও রানীগঞ্জ ইউনিয়নের ১ জন।

গতকাল মঙ্গলবার (২৯ জুন) সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই ব্যক্তিদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

করোনার দ্বিতীয় ধাপে গত ২৪ ঘন্টায় জগন্নাথপুরে সর্ব্বোচ আক্রান্ত সংখ্যা ছিল ১০জন। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ২৫৮জন করোনায় আক্রান্ত হয়েছেন।

তারমধ্যে সুস্থ আছেন ২৪২জন, মৃত্যু বরণ করছেন ১ জন। ১৩জন আছেন হোম আইসোলেশনে এবং ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ এ/বি এন-০৬