সুনামগঞ্জ প্রতিনিধি
জুন ৩০, ২০২১
১১:০৮ অপরাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২১
১১:০৮ অপরাহ্ন
দেশের ১৩টি উপকেন্দ্রের মধ্যে সেরা উপকেন্দ্র নির্বাচিত হয়েছে সুনামগঞ্জের বিনা উপকেন্দ্র। রবিবার (২৭ জুন) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (প্রশাসন) মো. হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, কৃষকদের সহজ যোগাযোগ সৃষ্টিতে উপকেন্দ্রে হেল্প ডেস্ক তৈরি, উপকেন্দ্রে উদ্ভাবিত বীজ প্যাকেটজাত করে কৃষকদের প্রদান, অফিস কাম গেস্ট হাউজ ভবনের পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা, অফিস ও আঙিনা পরিচ্ছন্ন রাখা, অফিস ভবনে রঙ করা ও যথাযথ সংরক্ষণ, ফুলের বাগান তৈরি করা, ডাস্টবিন স্থাপন করা, প্রবেশদ্বারে পাকাকরণ, অফিসকে জীবাণুমুক্ত রাখাসহ নানা উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছিলেন বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা।
দেশ সেরা উপকেন্দ্র নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জের বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও কর্মচারীরা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলামসহ অন্যান্য পরিচালক ও উপ-পরিচালকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
বুধবার (৩০ জুন) সকালে সুনামগঞ্জের বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুর রাকিব জানান, রংপুর, মাগুরা, জামালপুর, ঈশ্বরদী, কুমিল্লা, সাতক্ষীরা, বরিশাল, নোয়াখালী, নালিতাবাড়ি, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, চাপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ১৩টি উপকেন্দ্র রয়েছে। তন্মধ্যে ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি, ২০২০-২০২১’ বাস্তবায়নে বছর শেষে সামগ্রিক মূল্যায়নে বিনা উপকেন্দ্র সুনামগঞ্জকে আওতাধীন সেরা অফিস হিসেবে ঘোষণা করা হয়েছে।
এএম/আরআর-০৬