শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুন ৩০, ২০২১
১২:৪২ অপরাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২১
১২:৪২ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ সুমা আক্তার (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সুমা চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমুলতলা এলাকার আফজাল মিয়ার স্ত্রী।
বুধবার (৩০ জুন) বিকেলে মোছা. সুমা আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এসআই নজরুল ও এসআই জসিম উদ্দিনসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ পৌরসভাস্থ হাসপাতাল-দেউন্দি রাস্তার অস্থায়ী সিএনজি স্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনীর সম্মুখে অভিযান আালিয়ে সুমা আক্তারকে আটক করেন। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় দেব জানান, আটককৃত সুমার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসডি/আরআর-১৩