জামালগঞ্জে লকডাউন অমান্য করায় ১৬ জনকে অর্থদণ্ড

জামালগঞ্জ প্রতিনিধি


জুলাই ০১, ২০২১
০৮:৪১ অপরাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২১
০৮:৪৩ অপরাহ্ন



জামালগঞ্জে লকডাউন অমান্য করায় ১৬ জনকে অর্থদণ্ড

জামালগঞ্জে লকডাউন অমান্য করায় ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় ৩ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

গতকাল দুপুরে সাচনা বাজারের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত দেব।

জানা যায়, দণ্ডবিধি ১৮৬০ এর ২৭০ ধারায় প্রান্ত তালুকদার, পার্থ তালুকদার, নীরুত ও সুমনসহ প্রতিজনকে ১০০ টাকা করে ৪০০ টাকা, একই ধারায় আলী হোসেনকে ২০০ টাকা, আলমগীর মিয়াকে ৫০০ টাকা, হাবিবুর রহমানকে ২০০ টাকা, নাসির উদ্দিনকে ২০০ টাকা, নবী হোসেনকে ২০০ টাকা, আব্দুল হান্নানকে ২০০ টাকা, রায়হান মিয়াকে ৩০০ টাকা এবং ১৬০ এর ২৯০ ধারায় আল আমীনকে ৫০০ টাকা, ২৭০ এর ২৯০ ধারায় ২০০ টাকা, আনোয়ার হোসেনকে ৫০ টাকা, বিষ্ণুপদ সূত্রধরকে ২০০ টাকা, মো. মাসুদকে ৫০০ টাকাসহ মোট ১৬ জনের কাছ থেকে ৩ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান, উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের বেঞ্চ সহকারী সুরঞ্জিত রায়।

বি আর/বি এন-১০