দক্ষিণ সুনামগঞ্জে লকডাউনে অভিযান, জরিমানা

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


জুলাই ০২, ২০২১
০২:১৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০২, ২০২১
০২:১৫ পূর্বাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে লকডাউনে অভিযান, জরিমানা

মহামারী করোনার সংক্রমণরোধে কঠোর লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার (১ জুলাই) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রাস্তাঘাটে রিকশা ছাড়া অন্য যানবাহন তেমন একটা চোখে পড়েনি। স্থানীয় হাট-বাজারে মানুষের উপস্থিতিও ছিল কম। লকডাউন বাস্তবায়নে বিভিন্ন হাট-বাজারে পুলিশকে টহল দিতে দেখা গেছে। এ সময় অভিযান চালিয়ে আদায় করা হয়েছে জরিমানা।

বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামানের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় উপজেলার আক্তাপাড়া বাজার, পাগলা বাজার, নোয়াখালী বাজার, গণিগঞ্জ ও পাথারিয়া বাজারসহ বিভিন্ন রাস্তাঘাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান পরিচালনাকালে বিভিন্ন দোকান থেকে মোট ১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান জানান, সরকারি নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।


এসটি/আরআর-১৮