ছাতকে লকডাউনে বিয়ের আয়োজন, অর্ধলক্ষ টাকা জরিমানা

ছাতক প্রতিনিধি


জুলাই ০২, ২০২১
০৮:২৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ০২, ২০২১
০৮:২৭ অপরাহ্ন



ছাতকে লকডাউনে বিয়ের আয়োজন, অর্ধলক্ষ টাকা জরিমানা

ছাতকে করোনা ভাইরাস সংক্রমণের উর্ধগতির মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারের জহুরা কমিউনিটি সেন্টারের মালিক আব্দুস সালামকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাপশ শীল এ জরিমানা করেন। এছাড়া বর ও কনে পক্ষ মুচলেকা দিয়ে ছাড়া পায়। আদালত পরিচালনায় সেনাবাহিনীর লোকজন সহায়তা করেন।

তাপশ শীল জানান, কঠোর বিধিনিষেধের মধ্যে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করায় সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইনে জরিমানা আদায় করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ পালনে সবাইকে সহযোগিতা করতে হবে।

এম এ/বি এন-০৮