হবিগঞ্জে লকডাউনে ১০৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি


জুলাই ০২, ২০২১
১১:১৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০২, ২০২১
১১:১৫ পূর্বাহ্ন



হবিগঞ্জে লকডাউনে ১০৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

করোনার সংক্রমণ প্রতিরোধে হবিগঞ্জে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার (২ জুলাই) প্রশাসনের অভিযানে ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন কারণে জরিমানা করা হয়েছে।

ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা, অযথা বাইরে ঘোরাফেরা করা, মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে তাদের কাছ থেকে মোট ৫৭ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, কঠোর লকডাউন সফল করতে পুলিশ ও সেনাবাহিনীকে নিয়ে প্রশাসনের ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।


এসআর/আরআর-০৪