জগন্নাথপুর প্রতিনিধি
জুলাই ০২, ২০২১
১১:৪৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ০২, ২০২১
১১:৪৬ অপরাহ্ন
কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় সুনামগঞ্জের জগন্নাথপুরে চারজনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ অভিযান চালিয়ে এসব জরিমানা করেন।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার থেকে দেশজুড়ে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে। লকডাউন কার্যকর করতে দ্বিতীয় দিনে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপের যৌথ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক ব্যবহার না করায় ৪ জন ব্যবসায়ীকে ৭৫০টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে তারা মাঠে কাজ করছি। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে অযথা বের না হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
এএ/আরআর-০৬