তাহিরপুর প্রতিনিধি
জুলাই ০৩, ২০২১
০৮:০৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২১
০৮:০৬ অপরাহ্ন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে লকডাউনের তৃতীয় দিনে সুনামগঞ্জের তাহিরপুরে প্রশাসনকে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করতে দেখা গেছে।
শনিবার (৩ জুলাই) উপজেলার তাহিরপুর, আনোয়ারপুর ও বালিজুরি বাজারসহ কয়েকটি স্থানে সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
এসময় লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করায় উপজেলা সদরের বাসিন্দা আরিফ মিয়াকে (৩২) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২৮ বিজিবির সুবেদার নজরুল ইসলাম ও তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার।
এ এইচ/বি এন-০৬