ছাতকে লকডাউনের তৃতীয় দিনে জরিমানা গুণলেন ২২জন

ছাতক প্রতিনিধি


জুলাই ০৩, ২০২১
০৮:৪১ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৩, ২০২১
০৮:৪২ অপরাহ্ন



ছাতকে লকডাউনের তৃতীয় দিনে জরিমানা গুণলেন ২২জন

চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিধিনিষেধ না মানায় ২২ জনকে মোট ১১হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দিনব্যাপী উপজেলা বিভিন্ন হাটে বাজারে এসব জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাপশ শীল।

অভিযানে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের আওতায় ১২ টি মামলায় ৯হাজার টাকা ও দন্ডবিধি ১৮৬০ এর আওতায় ১০টি মামলায়

দুই হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়। 

অভিযান পরিচালনার সময় থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

তাপশ শীল জানান, করোনা মহামারির প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সকলকে সরাকারের দেয়া বিধিনিষেধ মানতে হবে। অন্যথায় আইনের এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম এ/বি এন-০৮