জগন্নাথপুর প্রতিনিধি
জুলাই ০৩, ২০২১
০৯:৫৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২১
০৯:৫৩ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে আরও ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জগন্নাথপুরে এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত।
আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ২ জন, আশারকান্দি ইউনিয়নের ৫ জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ২ জন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ২ জন ও বিশ্বনাথের বাসিন্দা একজন রয়েছেন।
শনিবার (৩ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর ওই ব্যক্তিদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ২৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ আছেন ২৪২ জন ও মৃত্যুবরণ করেছেন ১ জন। ২৫ জন আছেন হোম আইসোলেশনে এবং ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এএ/আরআর-০১