জামালগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৩, ২০২১
১১:৩৫ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২১
১১:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জে লকডাউনের তৃতীয় দিনে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১৫ জনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এ সময় দণ্ডিতদের কাছ থেকে ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার (৩ জুলাই) দুপুরে জামালগঞ্জ বাজার ও সদর ইউনিয়নের চাঁনপুর, লক্ষ্মীপুর, লালপুর বাজারসহ সাচনা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
পৃথক এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত দেব এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ানুল হালিম।
জানা যায়, দণ্ডবিধি ১৮৬০ এর ২৭০ ও ২৯০ এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ২৫ ধারায় জামালগঞ্জে ১ হাজার ৭০০ টাকা ও সাচনা বাজারে দুর্জয় চৌধুরীকে ১০০ টাকা, ইসমাইল মিয়াকে ৫০ টাকা, মো. আলাউদ্দিনকে ৫০ টাকা, ইদ্রিস আলীকে ৫০ টাকা, গফুর মিয়াকে ৫০ টাকা, বল্লব দেবনাথকে ২০০ টাকাসহ মোট ১৫ জনের কাছ থেকে ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক, জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা এলজিইডি'র উপ-সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান, উপ-পরিদর্শক লিটন চন্দ্র রায়, উপজেলা ভূমি অফিসের পেশকার অসীম কুমার ধর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের বেঞ্চ সহকারী সুরঞ্জিত রায়।
বিআর/আরআর-০৭