হবিগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৩, ২০২১
১১:৪০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২১
১১:৪০ পূর্বাহ্ন
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (৩ জুলাই) দুপুরের দিকে জেলা প্রশাসকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মো. মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসক ইশরাত জাহানের শরীরে করোনার কিছু উপসর্গ দেখা দিলে সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করেন। শনিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে জেলা প্রশাসকের ডাকবাংলোতে আইসোলেশনে আছেন।
উল্লেখ্য, হবিগঞ্জে ১১০ জনের নমুনা সংগ্রহ করা হলে শনিবার ৩৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
এসআর/আরআর-০৮