জামালগঞ্জে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন ২৬৭ জন

জামালগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৫, ২০২১
০৬:০০ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৫, ২০২১
০৬:০১ অপরাহ্ন



জামালগঞ্জে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন ২৬৭ জন

জামালগঞ্জে ২৬৭ জনের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

সোমবার (৫ জুলাই) সাচনা বাজারে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ব্যবসায়ী, রিক্সা ও অটোরিক্সা চালকদের মাঝে এ খাদ্য সহায়তা পৌছে দেন। 

খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার আশরাফ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, সাচনা বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. রজব আলী, উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান, সাচনা বাজার বনিক কল্যাণ সমিতির সভাপতি চিত্ত রঞ্জন পাল ও সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ প্রমুখ।

বি আর/বি এন-০১