ছাতক প্রতিনিধি
জুলাই ০৫, ২০২১
১০:০৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৬, ২০২১
০৩:১৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ছাতকে টহলরত অবস্থায় বালুদস্যুদের হামলায় ৬ পুলিশ সদস্য আহতের ঘটনা ঘটেছে। রবিবার (৪ জুলাই) রাতে ছাতকের চেলা নদীর নিয়ামতপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
হামলায় ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মঞ্জুর আলম, এসআই হাবিবুর রহমান, এএসআই সবুজ হোসেন, কনস্টেবল সাব্বির আহমদ, মোহাম্মদ শাহজাহান ও সৈকত কুমার দেব আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, চেলা নদী সংলগ্ন ছাতক বন বিভাগের জায়গা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল কতিপয় বালুদস্যু। ছাতক বন বিভাগ থেকে পাওয়া খবরে রবিবার রাতে ওই এলাকা পরিদর্শনে যায় নৌ পুলিশ। পরিদর্শন শেষে ফেরার পথে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে এসে পেছন দিক থেকে পুলিশের ওপর হামলা করে বালু উত্তোলনকারীরা। এ সময় মামলার নথিপত্র, পুলিশের ৮টি মোবাইল, ৩টি হ্যান্ডকাফ লুটের ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (৫ জুলাই) দুপুরে ছাতক নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার (এসপি) শম্পা ইয়াসমিন। পরে তিনি আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান।
তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারী যতই প্রভাবশালী হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে।
এমএ/আরআর-০২