হবিগঞ্জে লকডাউনের ৫ম দিনে ৫৬ ব্যক্তিকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৫, ২০২১
০৭:৩১ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৫, ২০২১
১১:১৩ অপরাহ্ন



হবিগঞ্জে লকডাউনের ৫ম দিনে ৫৬ ব্যক্তিকে জরিমানা

কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ প্রতিপালন করতে হবিগঞ্জ সদরসহ ৯টি উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সোমবার (৫ জুলাই) সকাল থেকে জেলা সদর ও প্রত্যেকটি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ছিল জোরদার।

জেলা সদরসহ কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় পুলিশ, আনসার, র‌্যাব ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়। 

সকাল থেকে প্রত্যেকটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিভিন্ন স্থানে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধিনিষেধ অমান্যসহ বিভিন্ন কারণে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫৬ ব্যক্তিকে ২১ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।


এসআর/আরআর-০৬