ভিসা বিলম্বে আটকে গেছে শুটার বাকীর প্রস্তুতি

খেলা ডেস্ক


জুলাই ০৬, ২০২১
১২:১০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২১
১২:১১ পূর্বাহ্ন



ভিসা বিলম্বে আটকে গেছে শুটার বাকীর প্রস্তুতি
টোকিও অলিম্পিক


দেশসেরা রাইফেল শুটার আবদুল্লা হেল বাকীর ভিসা বিলম্বে আটকে গেছে টোকিও অলিম্পিকে প্রস্তুতি। অলিম্পিকে ভাল করার জন্য তিনি জার্মানিতে প্রস্তুতি নিতে চান। কিন্তু এখনো ভিসা না পাওয়ায় যেতে পারছেন না তিনি।

সোমবার (৫ জুলাই) ছিল ভিসা পাওয়ার দিন। কিন্তু করোনার ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার কারণে ৭ দিনের কঠোর লকডাউন দেয় সরকার, পরে তা আরো বাড়ানো হয় ৭ দিন যার ফলে বাকির ভিসা পেতে আরও দু’দিন দেরি হবে।

এ নিয়ে দেশসেরা শুটার আবদুল্লা হেল বাকী বলেন, অনেক আগেই আমি ভিসার জন্য আবেদন করেছি। কারণ অলিম্পিকের আগে ভালো প্রস্তুতি নিতে চাই। কিন্তু এখনো ভিসা পাইনি। আর দু’দিন দেখবো, আশাকরি দু’দিনের মধ্যেই ভিসা পেয়ে যাবো। যদি না পাই, তাহলে জার্মানি যাওয়ার আশাই ছেড়ে দিতে হবে।’ টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিকে খেলার টিকিট (ওয়াইল্ড কার্ড) পেয়েছেন শুটার বাকী।

এএন/০২