জগন্নাথপুর প্রতিনিধি
জুলাই ০৬, ২০২১
১১:১৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৬, ২০২১
১১:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার যাত্রাপাশা এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নির্মলা রানী গোপ (৬৮) নামের এক বৃদ্ধা মারা গেছেন।
মঙ্গলবার (৬ জুলাই) ভোর ৫টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের লোকজন জানান, গত কয়েকদিন ধরে তিনি করোনার উপসর্গসহ জ্বরে ভুগছিলেন। এজন্য গত রবিবার (৩ জুলাই) করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে তার রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই নারীর রিপোর্ট পজেটিভ ছিল।
তিনি জানান, উপজেলায় এ পর্যন্ত ২৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪৭ জন, মৃত্যুবরণ করছেন ২ জন। ২৮ জন আছেন হোম আইসোলেশনে এবং ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এএ/আরআর-০৫