চুনারুঘাটে ৬০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৬, ২০২১
০৮:৩৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২১
০৮:৩৫ অপরাহ্ন



চুনারুঘাটে ৬০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নে অভিযান চালিয়ে ৬০০ কেজি ভিজিএফ চাল উদ্ধার করেছে র‌্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। 

মঙ্গলবার (৬ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ এর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিয়র এএসপি এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল চুনারুঘাটের মিরাশি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাউসার মিয়ার বসতঘর থেকে এ চাল উদ্ধার করে।

এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কাউসার মিয়া পালিয়ে যান। এ ঘটনায় কাউসার মিয়াকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় র‍্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত চাল চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


এসডি/আরআর-১০