ধর্মপাশা প্রতিনিধি
জুলাই ০৭, ২০২১
১২:৪৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৭, ২০২১
১২:৪৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে জনপ্রতি ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফসী জাতের বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতসির হাসান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস প্রমুখ।
এ উপজেলায় সর্বমোট ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।
এসএ/আরআর-১১