দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৭, ২০২১
০৭:০৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৭, ২০২১
০৭:৪২ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কৈতক ২০ শয্যা হাসপাতালের ডা. মোজাহারুল ইসলাম অবশেষে দক্ষিণ সুনামগঞ্জে তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
বুধবার (৭ জুলাই) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ডা. মোজাহারুল ইসলাম ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) হিসাবে তাঁর যোগদানপত্র পেশ করেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে ছাতক উপজেলার কৈতক ২০ শয্যা হাসপাতাল থেকে সম্প্রতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বদলী করা হয়েছে।
জানা যায়, ডা. মোজাহারুল ইসলাম প্রথম ২০০৮ সালে চাকুরীতে যোগদান করেন। পরে ছাতক উপজেলার কৈতক ২০ শয্যা হাসপাতালে ২০১২ সালে মেডিকেল অফিসার হিসাবে যোগদান করেন।
২০১৯ সালে একই হাসপাতালে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) হিসাবে কাজ শুরু করেন।
দীর্ঘ প্রায় এক যুগের কাছাকাছি সময়ে দায়িত্ব পালন কালে অনিয়ম, দুর্নীতি, হাসপাতালের নার্স সহ রোগীদের সাথে অসদাচরণ সহ তাহার বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠে।
দীর্ঘদিন একই স্থানে কর্মরত থাকায় হাসপাতালে নানা অব্যবস্থাপনায় জড়িয়ে পড়েছিলেন তিনি।
ফলে তার বিরুদ্ধে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে হাসপাতালের কর্মচারীরা নার্স ও স্থানীয় এলাকাবাসী।
দীর্ঘদিন একই স্টেশনে থাকায় তিনি একটি সুবিধাভোগী গোষ্ঠী সৃষ্টি করে নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর লেখালেখিসহ চাকুরিবিধি ভঙ্গ করে নিজে আপত্তিকর লেখালেখি করেছেন।
তাঁর অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বিভিন্ন সময়ে দুই জন সাংবাদিককে তিনি হুমকিও দিয়েছেন। হুমকির পরে তিনি তার সুবিধাভোগী গোষ্ঠী দিয়ে ওই সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধনও করিয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জে নব যোগদানকৃত ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. মোজাহারুল ইসলাম বলেন, আমাকে করোনা কালীন সময়ে ছাতকের কৈতক থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, ডা. মোজাহারুল ইসলাম দীর্ঘদিন এক জায়গায় দায়িত্ব পালন কালে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে।
অভিযোগের তদন্তের স্বার্থে তাকে দক্ষিণ সুনামগঞ্জে বদলী করা হয়েছে ও অন্যান্য স্টাফ ও নার্সদের অন্যত্র বদলী করা হয়েছে। তার বিরুদ্ধে সকল অভিযোগের তদন্ত চলমান রয়েছে।
এস টি/বি এন-০৩