হবিগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৭, ২০২১
১১:১১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৭, ২০২১
১১:১১ পূর্বাহ্ন
হবিগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণরোধে চলা কঠোর লকডাউনে অসহায়, ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৭ জুলাই) হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ সহায়তা প্রদান করা হয়।
হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান ও নেজারত ডেপুটি কালেক্টর শাহ জহুরুল হোসেন।
এ সময় ৪৮ জন অসহায়, ক্ষতিগ্রস্ত ও দুস্থদের ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম সুজি দেওয়া হয়।
এসআর/আরআর-০৪