হবিগঞ্জে লকডাউনের ৭ম দিনে ৩৪ হাজার টাকা অর্থদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৭, ২০২১
১১:২৯ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৭, ২০২১
০৩:৪০ অপরাহ্ন



হবিগঞ্জে লকডাউনের ৭ম দিনে ৩৪ হাজার টাকা অর্থদণ্ড

করোনাভাইরাস মোকাবেলায় হবিগঞ্জে বিধিনিষেধ বাস্তবায়নে অব্যাহত রয়েছে টহল এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কার্যক্রম। লকডাউনের ৭ম দিনে বুধবার (৭ জুলাই) ৩৪ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সেনাবাহিনীর সহযোগিতায় জেলার ৯টি উপজেলায় একযোগে এসব অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন৷ জেলায় ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৪ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।


এসআর/আরআর-০৬