ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিলেন জগন্নাথপুরের ইউএনও

জগন্নাথপুর প্রতিনিধি


জুলাই ০৮, ২০২১
১২:০২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২১
১২:০২ পূর্বাহ্ন



ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিলেন জগন্নাথপুরের ইউএনও

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান কঠোর লকডাউনে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ঘরবন্দি। এমতাবস্থায় এক কঠিন সময় পারছেন অসহায় মানুষজন।

বুধবার (৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলমান লকডাউনে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।

এর আগে উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটোরিয়াম ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ উপস্থিত ছিলেন। 

জগন্নাথপুর উপজেলা প্রশাসন সূত্র জানায়, চলমান লকডাউনে নিম্ন আয়ের মানুষের জন্য সারা দেশে প্রধানমন্ত্রীর উপহার প্রদানের অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলায় ৭ শতাধিক মানুষকে নিত্যপণ্য প্রদান করা হচ্ছে। বুধবার থেকে এসব পণ্য বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বুধবার জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ চলমান লকডাউনে খাবারের সংকটে থাকা মুক্তিযোদ্ধা পরিবার, দিনমজুর, প্রতিবন্ধী, হকারসহ ৫টি পরিবারের ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, চলমান লকডাউনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠে রয়েছি। সংকটকালীন সময়ে কেউ যাতে খাবারের সংকটে না ভোগে সেজন্য খোঁজ নিয়ে বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


এএ/আরআর-০৯