মাদরাসাছাত্রীকে উত্যক্ত করায় যুবককে জরিমানা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক মাদরাসাছাত্রীকে (১০) উত্যক্ত করার দায়ে রফিকুল ইসলাম (২৮) নামের এক বখাটে যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান এ আদালত পরিচালনা করেন। দণ্ড পাওয়া ওই যুবকের বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামে।
উপজেলা প্রশাসন ও ধর্মপাশা থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একটি হাফিজিয়া মাদরাসায় পড়ুয়া ওই ছাত্রীর বাড়ি পাশের নেত্রকোনার বারহাট্টা উপজেলার একটি গ্রামে। দীর্ঘদিন ধরে ওই ছাত্রী তার মামার বাড়ি ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের একটি গ্রামে বসবাস করে আসছে। ওই ছাত্রী তার মামার বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে রওয়ানা হয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামের সামনের সড়কে এলে রফিকুল তাকে নানাভাবে উত্যক্ত করতে থাকে। একপর্যায়ে ওই ছাত্রী তার হাতে থাকা ছাতা দিয়ে যুবকের শরীরে আঘাত করতে চাইলে যুবক ছাতাটি ধরে হ্যাঁচকা টান দেওয়ায় ছাত্রীটি সড়কের ওপর পড়ে যায়। এ সময় ছাত্রীটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং তারা ওই বখাটে যুবককে ধরে গাবী বটতলা বাজারে নিয়ে গিয়ে আটক করে রাখেন।
পরে ধর্মপাশার ইউএনও মো. মুনতাসির হাসান এবং ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরীকে ঘটনাটি জানান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান ইউএনও এবং ওই যুবককে গ্রেপ্তার করে ইউএনও'র কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর ১২টার দিকে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন ইউএনও। এছাড়া ওই যুবক ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, মাদরাসাছাত্রীকে উত্যক্ত করায় এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করে ওই যুবক তাৎক্ষণিকভাবে মুক্তি পেয়েছেন।
এসএ/আরআর-০৩