শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৯, ২০২১
১২:০৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৯, ২০২১
১২:০৩ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যথাযথ স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলায় ৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) সকালে উপজেলার দাউদনগর বাজার, দেউন্দি সড়ক, ওয়ার্কশপ এলাকা ও পুরানবাজারে সেনাবাহিনী, পুলিশ ও আনসারের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম।
এ সময় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করা এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ (২) ধারা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯২ (১) ধারা অনুসারে ১১টি মামলার ৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া কয়েকজন অসহায়, দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসডি/আরআর-০৩