হবিগঞ্জে কোটি টাকার কষ্টি পাথরসহ একজন আটক

হবিগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৯, ২০২১
০৮:০৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৯, ২০২১
০৮:০৯ অপরাহ্ন



হবিগঞ্জে কোটি টাকার কষ্টি পাথরসহ একজন আটক

হবিগঞ্জের চুনারুঘাটের দেউন্দি চা-বাগান এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরসহ এক পাচারকারীকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (৯ জুলাই) সকালে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দেউন্দি চা-কারখানা এলাকায় অভিযান চালায় র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল। এ সময় ১ কেজি ওজনের কষ্টি পাথরসহ মহানন্দ মৃধা (৫১) নামের এক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত মহানন্দ মৃধা দেউন্দি চা-বাগানের মৃত রামভজন মৃধার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, উদ্ধারকৃত কষ্টি পাথরটি একটি মন্দিরে শিবলিঙ্গ হিসেবে ব্যবহৃত হতো। আটককৃত ব্যক্তি অনেকদিন আগে পাথরটি চুরি করে নিয়ে যান। পরবর্তীতে পাচারের চেষ্টাকালে তাকে আটক করা হয়।

র‍্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ নাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত কষ্টি পাথরের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এসডি/আরআর-০৪