ধর্মপাশা প্রতিনিধি
জুলাই ১০, ২০২১
১১:৫০ অপরাহ্ন
আপডেট : জুলাই ১০, ২০২১
১১:৫০ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজারে অভিযান চালিয়ে ওই বাজার থেকে মাছ শিকারের জন্য প্লাস্টিকের তৈরি নিষিদ্ধ দুই সহস্রাধিক কিরণমালার চাঁই জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ জুলাই) বেলা ১টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান এই আদালত পরিচালনা করেন।
পরে জব্দ করা এসব চাঁই ওই বাজারের উন্মুক্ত স্থানে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন, জয়শ্রী বাজারের ব্যবসায়ী আবদুল হাই, স্থানীয় বাসিন্দা সেলিম মিয়া, সুলতান মিয়া প্রমুখ।
এসএ/আরআর-০৭