করোনায় দিরাইয়ে বৃদ্ধার মৃত্যু

দিরাই প্রতিনিধি


জুলাই ১১, ২০২১
১২:৩০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১১, ২০২১
১২:৩০ পূর্বাহ্ন



করোনায় দিরাইয়ে বৃদ্ধার মৃত্যু

সুনামগঞ্জের দিরাইয়ে করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধার নাম খোদেজা বেগম (৭০)। তিনি উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে খোদেজা বেগমকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার করোনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। পজিটিভ আসার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা সুলতানা।


এএইচ/আরআর-০৯