শায়েস্তাগঞ্জে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুলাই ১১, ২০২১
০৭:৪৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১১, ২০২১
০৭:৪৯ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অসহায় দুস্থদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহায়তা প্রদান করেছে।

রবিবার (১১ জুলাই) ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন সাদি আফরোজ এর নেতৃত্বে সেনাবাহিনীর একদল সদস্য উপজেলার দৌলতপুর, সখিপুর, মিঠাপুর, খালপাড় এলাকায় ১১জন দরিদ্র অসহায় মানুষের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করেন । 

মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, আটা, ডাল, আলু, তেল ,সাবান । 

এ বিষয়ে ক্যাপ্টেন সাদি আফরোজ বলেন, ‘১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ইতিমধ্যে ৩৫০জন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এই মানবিক সহায়তা প্রদান পাশে দাড়িয়েছে।  আমরা প্রতিদিনই শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কঠোর লাকডাউন বাস্তবায়নের পাশাপাশি হতদরিদ্র অসহায় লোকজনের মাঝে  মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করে থাকি ।’

এস ডি/বি এন-০৫