নবীগঞ্জে ৭ মামলা ও সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায়

নবীগঞ্জ প্রতিনিধি


জুলাই ১১, ২০২১
০৩:৪৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ১১, ২০২১
০৩:৫০ অপরাহ্ন



নবীগঞ্জে ৭ মামলা ও সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায়

সারাদেশের ন্যায় নবীগঞ্জে লকডাউনের ১১ম দিনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাস্ক পরিধান না করা এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ৭টি মামলা ও ৮ হাজার ৫'শ টাকা জরিমানা প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত । 

রবিবার (১১ জুলাই) সকালে নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন বাজার, আউশকান্দি বাজার, সৈয়দপুর বাজার, বান্দের বাজার, সাইনবোর্ড বাজারসহ বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর একদল সেনা সদস্য। 

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জরুরী পণ্যর দোকান পাঠ খোলার নির্দেশ দেয়া হয় । কিন্তু অনেকেই সেটি মানছেন না।

লকডাউনের ১১তম দিন রবিবার সকাল থেকে দিনব্যাপী সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ও স্বাস্থ্য বিধি অমান্যকারি ব্যক্তিকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন অনুযায়ী মোট ৮ হাজার ৫'শটাকা জরিমানা করা হয় এবং ৭ টি মামলা দেয়া হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) উত্তম কুমার দাশ। আজকের অভিযানে মোটর সাইকেল আরোহীদেরকে হেলমেট পড়ার জন্য সর্তক করা হয়।

এ এইচ/বি এন-০৬