দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
জুলাই ১২, ২০২১
০৭:৩০ অপরাহ্ন
আপডেট : জুলাই ১২, ২০২১
০৭:৪১ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে ভ‚মিহীন গৃহহীন পরিবারদের জন্য র্নিমিত আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
সোমবার (১২ জুলাই) দুপুর ১২ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপশী গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলি পরিদর্শণ করেন এবং আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসরত লোকজনদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আনোয়ার উজ জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মবর্তা মো. শাহাদাৎ হোসেন ভুইয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেন, ইউপি সদস্য আবদাল মিয়া, সাইদুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান সুনামগঞ্জ জেলার ছাতক ও বিশ্বম্ভরপুর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ভ‚মিহীন গৃহহীন পরিবারদের জন্য র্নিমিত আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এস টি/বি এন-০৪