তাহিরপুরে প্রধানমন্ত্রীর উপহার ‘খাদ্য সামগ্রী’ বিতরণ

তাহিরপুর প্রতিনিধি


জুলাই ১২, ২০২১
০৭:৪০ অপরাহ্ন


আপডেট : জুলাই ১২, ২০২১
০৭:৪৪ অপরাহ্ন



তাহিরপুরে প্রধানমন্ত্রীর উপহার ‘খাদ্য সামগ্রী’ বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুরে চলমান লকডাউনে কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার 'খাদ্য সামগ্রী' বিতরণ করা হয়েছে। 

সোমবার (১২ জুলাই) দুপুরে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তিনশত পঞ্চাশটি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিনি, গুড়, চিড়া, মুড়ি, লবন, মোমবাতি, দিয়াশলাই, বিস্কিট ও চাল।

করোনাকালীন সামজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপহার এসব খাদ্য সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আল-আমিন, ইউপি সচিব এখলাছ উদ্দিন, সদস্য সুষমা জাম্বিল, স্বপ্না আক্তার, রাবেয়া বেগম, নোয়াজ আলী, জিয়াউর রহমান জিয়া, শব্দর আলী, শফিকুল ইসলাম, আবু তাহের, সম্রাট মিয়া প্রমুখ।

এ এইচ/বি এন-০৫