নবীগঞ্জ প্রতিনিধি
জুলাই ১২, ২০২১
১১:০৯ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১২, ২০২১
১১:০৯ পূর্বাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মিলাদ হোসেন নামের ২ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সোমবার (১২ জুলাই) দুপুরে এ ঘটনাটি ঘটেছে।
নিহত মিলাদ আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামের কামরুল হাসান বাঘার ছেলে। সোমবার বিকেলে তার মরদেহ দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলাদ হোসেন সোমবার দুপুরে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সাহেল আহমদ।
এএম/আরআর-০৫