ধর্মপাশা প্রতিনিধি
জুলাই ১২, ২০২১
১১:১৭ অপরাহ্ন
আপডেট : জুলাই ১২, ২০২১
১১:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার, রাজাপুর ও সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬টি দরিদ্র পরিবারের মধ্যে দুই বাণ্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এসব বরাদ্দ পাওয়া গেছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী রতন সরকার প্রমুখ।
এসএ/আরআর-০৬