ছাতকে আশ্রয়ণের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ছাতক প্রতিনিধি


জুলাই ১৩, ২০২১
০১:৫৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২১
০১:৫৬ পূর্বাহ্ন



ছাতকে আশ্রয়ণের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘর পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

সোমবার (১২ জুলাই) সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামে নির্মিত ৩০টি ঘর পরিদর্শন করে ঘরের বাসিন্দাদের সার্বিক খোঁজ-খবর নেন। পরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী ও শিশুখাদ্য বিতরণ করেন তিনি।

ঘর পরিদর্শন করে ও উপকারভোগীদের সঙ্গে কথা বলে ঘর নির্মাণ কাজ ও উপকারভোগী নির্বাচনে ছাতক উপজেলা প্রশাসনের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার খলিলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন, শিল্পী রানী, জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেন, ইউপি সদস্য আব্দুল হক, আব্দুল কুদ্দুস সুমন প্রমুখ।


এমএ/আরআর-১৯