সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেল ৯৬৫ পরিবার

সুনামগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৩, ২০২১
০২:১২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২১
০২:১২ পূর্বাহ্ন



সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেল ৯৬৫ পরিবার

'ঘরে চাল নেই। দুপুরে কী রান্না করব গতকাল রাত থেকে সে চিন্তা করছিলাম। আজ সকালে পৌরসভার মেয়র আমাদের ১০ কেজি চাল দিয়েছেন। সে চাল বাড়িতে নিয়ে রান্না করতে বসাবো।'

কথাগুলো বলছিলেন সুনামগঞ্জ পৌরসভার হাসননগরের বাসিন্দা সেলিনা বেগম। তার দুই সন্তানসহ ৪ সদস্যের পরিবার। স্বামী খসরু মিয়া অসুস্থ হওয়ায় কাজকর্ম নেই। এতদিনের লকডাউনে হাতও ফাঁকা। ফলে ছেলে-মেয়ে নিয়ে বিপাকে পড়েছেন তিনি।

সোমবার (১২ জুলাই) সকালে সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ হতবিল থেকে ১০ কেজি চাল পেয়েছেন তিনি। এ চাল পেয়েই স্বস্তি প্রকাশ করেছেন এ প্রতিবেদকের কাছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে ঈদের উপহার হিসেবে পৌরসভায় ৪ হাজার ৬২১ জন অসহায় মানুষকে ১০ কেজি করে চাল দেওয়া হবে। এ চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন পৌরসভার মেয়র নাদের বখত। সোমবার সকাল ১০টায় পৌর চত্বরে স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিনে ৯৬৫টি অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব ইসহাক উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, পৌর কাউন্সিলর সৈয়দ ইয়াসিন রশিদ, মেয়রের ব্যক্তিগত সহকারী মো. নুরুল আমীন প্রমুখ।

অসহায় ও কর্মহীন মানুষজনের মধ্যে এই ত্রাণ বিতরণ কার্যক্রম ঈদুল আজহার আগের দিন পর্যন্ত অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন মেয়র নাদের বখত।


এএম/আরআর-২০