দিরাই প্রতিনিধি
জুলাই ১৩, ২০২১
০৩:০৪ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৩, ২০২১
০৩:০৪ পূর্বাহ্ন
সেনাবাহিবীর ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের আরও সচেতন হতে হবে। সচেতন হয়ে আমরা সবাই স্বাস্থ্য বিধিমালা অনুসরণ করলে করোনাকে জয় করা সম্ভব।
সোমবার (১২ জুলাই) সুনামগঞ্জের দিরাইয়ে লকডাউন ও করোনা পরিস্থিতি পরিদর্শন শেষে লকডাউন ও করোনা পরিস্থিতি নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ব্রিফিং করার সময় তিনি এসব কথা বলেন।
করোনা মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনা মহামারীর সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশে প্রতিদিন প্রায় ২০০ মানুষ করোনায় মৃত্যুবরণ করছে, দৈনিক প্রায় ১০ হাজারের মতো মানুষ আক্রান্ত হচ্ছে। তাই আমাদেরকে সরকারের দেওয়া স্বাস্থ্য বিধিমালা মেনে চলতে হবে। আপনারা ঘরে থাকুন। ইনশাআল্লাহ শিগগির এ আঁধার কেটে যাবে এবং করোনা পরিস্থিতি থেকে আমরা উন্নতি লাভ করব। এজন্য প্রশাসনের পাশাপাশি সবাই সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে আমরা কমান্ডারগণ ত্রাণ বিতরণ করে যাচ্ছি। স্থানীয়ভাবে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং আজ থেকে সারা দেশে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় দিরাইয়ে লকডাউন ও করোনা পরিস্থিতি পরিদর্শন করে সেনাবাহিনীর একটি প্রতিনিধদল। সিলেট সেনানিবাসের কমান্ডার ১১ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি এর নেতৃত্বে দিরাই পৌর সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে দলটি।
এ সময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌর মেয়র বিশ্বজিৎ রায়, মেজর তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ।
এএইচ/আরআর-২১