সুনামগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৩, ২০২১
০৩:২৯ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৩, ২০২১
০৩:২৯ পূর্বাহ্ন
করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, সুনামগঞ্জ জেলার প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।
এ সময় কঠোর লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অটোরিকশাচালক, পরিবহন শ্রমিক ও ট্রান্সজেন্ডারসহ ২০০টি দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
উপহারসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ১ কেজি লবণ।
উল্লেখ্য, চলতি অর্থবছরে ত্রাণ সহায়তা হিসেবে ১১ লাখ ৫০ হাজার টাকা ও ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া যায়, যা বিতরণ করা হচ্ছে। এছাড়া ১৫ লাখ ৯৩ হাজার ৩১০ মেট্রিক টন চাল ভিজিএফ সহায়তা বরাদ্দ পাওয়া যায়, যা ১ লাখ ৫৯ হাজার ৩৩১টি পরিবারের মধ্যে বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।
এএম/আরআর-২৪