সুনামগঞ্জে বিভাগীয় কমিশনারের ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৩, ২০২১
০৩:২৯ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২১
০৩:২৯ পূর্বাহ্ন



সুনামগঞ্জে বিভাগীয় কমিশনারের ত্রাণ বিতরণ

করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসব ত্রাণ বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, সুনামগঞ্জ জেলার প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।

এ সময় কঠোর লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অটোরিকশাচালক, পরিবহন শ্রমিক ও ট্রান্সজেন্ডারসহ ২০০টি দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

উপহারসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ১ কেজি লবণ।

উল্লেখ্য, চলতি অর্থবছরে ত্রাণ সহায়তা হিসেবে ১১ লাখ ৫০ হাজার টাকা ও ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া যায়, যা বিতরণ করা হচ্ছে। এছাড়া ১৫ লাখ ৯৩ হাজার ৩১০ মেট্রিক টন চাল ভিজিএফ সহায়তা বরাদ্দ পাওয়া যায়, যা ১ লাখ ৫৯ হাজার ৩৩১টি পরিবারের মধ্যে বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। 


এএম/আরআর-২৪