মাধবপুর প্রতিনিধি
জুলাই ১৩, ২০২১
০৮:২৮ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৩, ২০২১
০৮:২৮ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫২ হাজার টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তুুফার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জগদীশপুর ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হামিদ (৩২) ও আল আমিন (২৮) নামে দুই ব্যাক্তিকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৫২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আটক আব্দুল হামিদ জগদীশপুর ইউনিয়নের সন্তুোষপুর গ্রামের আব্দুল মান্নাফের ছেলে ও আল আমিন একই এলাকার মনা মিয়ার ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আ. রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এস এম/ বি এন-০৬