নবীগঞ্জে ১৭ মামলা, সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, নবীগঞ্জ


জুলাই ১৩, ২০২১
০৫:৪০ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২১
০৯:০১ অপরাহ্ন



নবীগঞ্জে ১৭ মামলা, সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জে কঠোর লকডাউনের ১৩ম দিনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাস্ক পরিধান না করা এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ১৭টি মামলা ও ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন বাজার, আউশকান্দি বাজার, দেবপাড়া বাজার, পানিউমদা বাজারসহ বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর একদল সদস্য। 

লকডাউনের ১৩ম দিন মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ও স্বাস্থ্যবিধি অমান্যকারী ব্যক্তিদের সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন অনুযায়ী মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ১৭টি মামলা দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।


এএম/আরআর-০২