কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে আসবাবপত্র বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৩, ২০২১
০৯:৫২ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২১
০৯:৫২ অপরাহ্ন



কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে আসবাবপত্র বিতরণ

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে আসবাবপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ২টায় শিমুলবাক ইউনিয়ন পরিষদের আয়োজনে ও এলজিএসপি-০৩ এর অর্থায়নে শিমুলবাক ইউনিয়নের ৩টি কমিউনিটি ক্লিনিক ও ১টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে স্টিলের তৈরি আলমিরা, ডেলিভারি টেবিল ও চেয়ার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, শিমুলবাক ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন তালুকদার, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা প্রদানকারী মো. হামিদুল হক চৌধুরী, পাপ্পু কান্তি দাস, শাহিমা আক্তার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিজিটর গুলশান আরা বেগমসহ ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ।


এসটি/আরআর-০৪