ছাতক প্রতিনিধি
জুলাই ১৩, ২০২১
১০:৪০ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৩, ২০২১
১০:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. ইসলাম উদ্দিন। মঙ্গলবার (১৩ জুলাই) বিদায়ী এসিল্যান্ড তাপশ শীলের কাছ থেকে তিনি দ্বায়িত্ব গ্রহণ করেছেন।
৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে রাঙ্গামাটি ও সুনামগঞ্জ জেলা প্রশাসনে এনডিসি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
ইসলাম উদ্দিনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন জানান, মঙ্গলবার তিনি দ্বায়িত্ব বুঝে নিয়েছেন। পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এমএ/আরআর-০৯