ধর্মপাশায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে সভা

ধর্মপাশা প্রতিনিধি


জুলাই ১৩, ২০২১
১১:৩৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২১
১১:৩৩ অপরাহ্ন



ধর্মপাশায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে সভা

যমুনা গ্রুপের চেয়ারম্যান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যৃবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশ ধর্মপাশা উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

মঙ্গলবার (১৩ জুলাই) বাদ জোহর উপজেলার ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদরাসার একটি কক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মো. রহমত উল্লাহ।

দোয়া মাহফিল শেষে ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি কবি আনিসুল হক লিখন। যুগান্তর পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি এনামুল হক এনামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক সোহান আহমেদ, সাংবাদিক শেখ মোবারক হোসেন প্রমুখ।


এসএ/আরআর-১১