শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৩, ২০২১
১২:০১ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৩, ২০২১
১২:০১ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সেনাবাহিনীর লকডাউন কার্যক্রম পরিদর্শন করেছেন ১৩ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মেহদী আল মাহমুদ।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১১টায় শায়েস্তাগঞ্জের বিভিন্ন স্থানে লকডাউনে সেনা টহল দলের কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাস পুরকায়স্থ, সেনাবাহিনীর শায়েস্তাগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন সাদি আফরোজ ও সেনা টহল দল।
লকডাউন বাস্তবায়নের পাশাপাশি আজও শায়েস্তাগঞ্জে হতদরিদ্র মানুষের মাঝে মানবিক ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ইতোমধ্যে শায়েস্তাগঞ্জে সেনাবাহিনীর কার্যক্রম সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
এসডি/আরআর-১৪