হবিগঞ্জে ৩৭ জনকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৪, ২০২১
০৭:৫৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৪, ২০২১
০৭:৫৭ অপরাহ্ন



হবিগঞ্জে ৩৭ জনকে জরিমানা

চলমান বিধিনিষেধ অমান্য করায় হবিগঞ্জ জেলায় ৩৭ জনকে ৩০ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ৬টি ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ জুলাই) সকাল থেকে লকডাউন কার্যকর করতে জেলার ৯টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট সাঈদ ইব্রাহিম জানান, সকাল থেকে দিনব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে  ম্যাজিস্ট্রেটগণ অভিযান পরিচালনা করেছেন।

এ সময় সরকারি নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইনে এ অর্থদণ্ড প্রদান করা হয়। 

এছাড়া অভিযান চলাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সরকারি বিধিনিষেধ পালন করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।


এসআর/আরআর-০৫