ধর্মপাশা প্রতিনিধি
জুলাই ১৫, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৫, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের ৪০০টি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মধ্যনগর খাদ্য গুদাম প্রাঙ্গণে চামরদানী ইউনিয়ন পরিষদ এ চাল বিতরণের আয়োজন করে।
চাল বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, চামরদানী ইউনিয়নের চেয়ারম্যান ওয়াসিল আহমেদ, ইউপি সচিব আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রতন সরকার, চামরদানী ইউনিয়নের সদস্য সেজেনা আক্তার, দুলাল মিয়া, সেলিম মিয়া প্রমুখ।
ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১ হাজার ৬০টি পরিবারের মধ্যে এসব চাল বিতরণ করা হবে।
এসএ/আরআর-০৮