ধর্মপাশা প্রতিনিধি
জুলাই ১৬, ২০২১
০১:২০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৬, ২০২১
০১:২০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন গ্রামের ২৫০টি দরিদ্র, দুস্থ, অস্বচ্ছল ও কর্মহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার (চাল, ডাল, চিড়া, সয়াবিন তেল ও লবণ) বিতরণ করা হয়েছে। করোনাকালীন পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এসব সামগ্রী বরাদ্দ পাওয়া যায়।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা সোয়া ১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ানুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ আহমেদ, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি গিয়াস উদ্দিন রানা, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাদিম কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রতন সরকার প্রমুখ।
এসএ/আরআর-১১