শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৬, ২০২১
০৬:৩৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৬, ২০২১
০৬:৩৩ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে আজিজুল হক নামে এক অটো চালক গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
আজ শুক্রবার (১৬ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার বাখরনগর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। আহত অটো চালক উপজেলার বাঘাসুরা ইউনিয়নে পুড়াইকয়ালা গ্রামের নসাই মিয়ার ছেলে আজিজুল হক (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শায়েস্তাগঞ্জ থেকে একটি প্রাইভেটকার ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। অপরদিকে সিলেট মুখি একটি সিএনজি যাচ্ছিল। বাখরনগর আসা মাত্র পূর্ব দিকের সংযুক্ত সড়ক থেকে হঠাৎ অটোটি মহাসড়কে উঠে পরলে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে এতে অটোটি (টমটম) দুমরে মুচড়ে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসএই) আবু জাফর ঘটনা স্থল পরিদর্শন করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরসি-১০